বেলকুচি পৌর মেয়রের কার্যালয়ে যুবলীগের ভাঙচুর-গুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১২ ডিসেম্বর ২০১৭

 

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা কার্যালয়ে হামলা ভাঙচুর ও মেয়রকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ সময় অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে মেয়রকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ারও অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে বেলকুচি পৌর মেয়র আশানুর বিশ্বাস স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মো. শামছুজ্জামানের কাছে মৌখিক অভিযোগ করেছেন।

আশানুর বিশ্বাস অভিযোগ করে বলেন, মঙ্গলবার দুপুরের দিকে যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা ও যুগ্ম আহ্বায়ক ফারুকের নেতৃত্বে কয়েকজন উশৃঙ্খল যুবক মোটরসাইকেলের বহর নিয়ে পৌরসভা কার্যালয়ে এসে দরজা-জানালা ও চেয়ার ভাঙচুর করেন।

এ সময় রেজা ও ফারুক অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে আমাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়েন। যা লক্ষ্যভ্রষ্ট হয়। এ সময় আমি পৌরসভা সম্মেলন কক্ষে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে সভা করছিলাম। গুলির শব্দে বেরিয়ে এলে রেজা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এ সময় স্থানীয় লোকজন রেজাকে বুঝিয়ে অন্যত্র নিয়ে যায়।

তিনি আরও বলেন, সম্প্রতি পৌরসভার তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৪ জন কর্মচারী নিয়োগের বিজ্ঞাপন দেয়া হয়েছে। রেজা নিজের বেশ ক’জন প্রার্থীকে পৌরসভায় চাকরি দেয়ার কথা বলে টাকা-পয়সা নিয়েছেন। তিনি তার পছন্দের প্রার্থীদের চাকরি দেয়ার জন্য আমাকে চাপ দিয়ে আসছিলেন।

এতে রাজি না হওয়ায় রেজা সম্প্রতি জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগসহ সরকারের ঊর্ধ্বতন কর্তপক্ষ বরাবর লিখিত অভিযোগ দেন। এসবের জের ধরেই দুপুরে এ সন্ত্রাসী হামলা চালান তিনি।

এ বিষয়ে সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নুর মো. শামসুজ্জামান বলেন, বেলকুচি পৌর মেয়র আশানুর বিশ্বাস মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।