ঈশ্বরদী থেকে পাবনা পর্যন্ত চলল ট্রায়াল ট্রেন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৬:৫৮ এএম, ১৪ ডিসেম্বর ২০১৭

ঈশ্বরদী থেকে পাবনা অভিমুখী নবনির্মিত রেলপথ দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঈশ্বরদী স্টেশন থেকে এই ট্রেনটি যাত্রা শুরু করে নবনির্মিত মাঝগ্রাম জংসন স্টেশন হয়ে পাবনা যায়। ট্রেনটি আবার দুপুর ১২টায় পাবনা থেকে ছেড়ে আসে। ট্রেনে রেলওয়ের পাকশী বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় ট্রায়াল ট্রেনের ইঞ্জিনটি রঙিন সাজে সজ্জিত করা হয়। ট্রেনটি দাশুড়িয়া ও পাবনা স্টেশনে পৌঁছালে প্রচুর মানুষ ভীড় করে দেখার জন্য।

রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসি জানান, ট্রেনটি ৩০ সদস্যের একটি টিম নিয়ে পরীক্ষামূলক চলাচল করেছে। এ মাসের শেষে রাজশাহী থেকে পাবনা পর্যন্ত একটি কমিউটার ট্রেন চলাচল শুরু করবে।

বিভাগীয় প্রকৌশলী আসাদুল হক জানান, ২০১৮ সালের জানুয়ারি থেকে ঢালারচর পর্যন্ত ট্রেন চলাচলের লক্ষ্য নিয়ে কাজ চলছে। বিভাগীয় শহর রাজশাহীর সঙ্গে ট্রেন যোগাযোগ সৃষ্টি হওয়ায় কম খরচে পাবনাবাসী যাতায়াত করতে পারবেন। এতে শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য ক্ষেত্রে মানুষের চলাচল সহজ হবে।

আলাউদ্দিন আহমেদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।