বিনা টিকিটে রেল ভ্রমণ, অর্ধলাখ টাকা জরিমানা আদায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৭
ছবি-ফাইল

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২৩০ যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার সকাল ৭টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাকশি বিভাগীয় রেলওয়ের আওতাধীন পার্বতীপুর, ফুলবাড়ি, সান্তাহার জংশন, ঈশ্বরদী বাইপাস স্টেশনে অভিযান চালানো হয়।

পাকশি বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী জানান, পাকশি বিভাগীয় রেলওয়ের আওতাধীন ৪টি স্টেশনের ওপর দিয়ে যাওয়া চিলাহাটি হতে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ও দিনাজপুর হতে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, এই দুটি ট্রেনে টিকেট চেকিং অভিযান চালানো হয়।

এই ঝটিকা অভিযানে পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসীর নেতৃত্বে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর স্বপন কুমার, জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর শফিকুর রহমান স্বপন, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক, বরকতউল্লাহ মিঠু, আবদুল আলিম মিঠু অভিযান পরিচালনা করেন।

এসময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ২৩০ যাত্রীর কাছ হতে ৫৫ হাজার ১৪০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয় বলে ওই কর্মকর্তা জানান।

আলাউদ্দিন আহমেদ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।