দৌলতদিয়ায় পতিতা পল্লী থেকে ইয়াবাসহ ব্যবসায়ী আটক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পতিতা পল্লী থেকে ১১৪ পিস ইয়াবাসহ বাবু ভাবুক (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে অাটক করেছে র্যাব-৮। বুধবার রাত ৮টার দিকে ফরিদপুর র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
অাটক বাবু ভাবুক বরিশালের গৌরনদী থানার চানচি গ্রামের এ্যান্থনি ভাবুকের ছেলে এবং রাজবাড়ী গোয়ালন্দের উত্তর দৌলতদিয়ার পোড়া ভিটা গলির সফি জমিদার বাড়ি থেকে মাদক ব্যবসা করতো।
জানা যায়, ক্যাম্পের ২নং কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নের্তৃত্বে সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া পতিতা পল্লী এলাকায় অভিযান চালায় র্যাব-৮। এসময় পল্লীর রশিদ শেখের বাড়ি থেকে বাবু ভাভুককে ইয়াবাসহ অটক করা হয়।
রুবেলুর রহমান/এফএ/পিআর