আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে...

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:০৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭

বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ, ক্রিকেট খেলা ও নৌকাবাইচ আয়োজনের পর এবার ভোটারদের নজর কাড়তে ঘোড়দৌড় দিয়ে আলোচনায় এসেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির।

তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।

বর্তমান সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান বয়োবৃদ্ধ ও অসুস্থ। এ কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা তার কম। ফলে টাঙ্গাইল-২ আসনে দেখা যাবে আওয়ামী লীগের নতুন মুখ।

তরুণ তানভীর হাসান ছোট মনির মনোনয়নপ্রত্যাশী হিসেবে সাধারণ ভোটারদের কাছে নিজেকে পরিচিত করতে ও ভোটারদের নজর কাড়তে দুস্থদের সাহায্য-সহযোগিতার পাশাপাশি আয়োজন করছে জনপ্রিয় ক্রিকেট খেলা, নৌকাবাইচ ও ঘোড়দৌড় প্রতিযোগিতার।

Tangail-Horse-Race

সোমবার বিকেলে তার সহযোগিতায় কর্মী-সমর্থকরা উপজেলার ছাব্বিশা, শালদাইর, ভাদুরীর চর ও সাফলকুড়া গ্রামের ব্যানারে শালদাইর ঈদগাঁ মাঠের উত্তরের বিশাল খোলা জায়গায় আয়োজন করে ঘোড়দৌড় প্রতিযোগিতার।

এতে দেশের বিভিন্ন জেলার চল্লিশটি ঘোড়া অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতা স্বার্থক করতে দূরবর্তী প্রতিযোগিদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

জনপ্রিয় এ ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রায় পঞ্চাশ হাজার নারী-পুরুষ উপভোগ করেন। বিভিন্ন ইভেন্টে পুরস্কারের মধ্যে ছিল মোটরসাইকেল, টিভি, ফ্রিজ ও মোবাইল। এছাড়া অংশগ্রহণকারী সকলের জন্য ছিল সান্ত্বনা পুরস্কার।

আরিফ উর রহমান টগর/এএম/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।