শিমুলিয়া-কাওড়াকান্দি ঘাট পরিদর্শন করলেন ডিআইজি


প্রকাশিত: ১১:৪১ এএম, ১৫ জুলাই ২০১৫

পুলিশের ঢাকা বিভাগের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান পিপিএম, বিপিএম বলেন, যে কোনো ক্ষমতাবান ব্যক্তি বা দলের লোকই হোক না কেন কোনো ধরনের চাঁদাবাজির অভিাযোগ পাওয়া গেলে তা সহ্য করা হবে না। এতে পুলিশের লোক জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। বুধবার দুপুরে দেশের গুরুত্বপূর্ণ শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের কাওড়াকান্দি ঘাট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান আহমেদ, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার সাহা, শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুুস সাত্তার মিয়া।

এ কে এম নাসিরুল হক/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।