পাবনায় চার ছিনতাইকারী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১৭ জানুয়ারি ২০১৮

পাবনার ঈশ্বরদীতে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার চারজনের বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ দ্রুতবিচার আইনে একাধিক মামলা রয়েছে। তারা প্রায় শতাধিক ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।

গ্রেফতাররা হলো- পাবনা সদরের শিবরামপুর এলাকার গোলাম কিবরিয়া ইমন (৩৩) ও ছাব্বির (২৫), শালগাড়ি এলাকার হাসানুল ইসলাম (৩৫) ও ফয়নাল (২০)।

গ্রেফতারের সময় জব্দকৃত গাড়ি থেকে ছিনতাইয়ের অর্থ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ চক্রের বাকিদের ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানান জহুরুল হক।

আলাউদ্দিন আহমেদ/আরএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।