ভৈরবে ২০১৭ সালে ট্রেনে কেটে ৭৭ জনের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

ভৈরবে ২০১৭ সালে ট্রনে কেটে ৭৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্য ৬২ জন পুরুষ ও ১৫ জন নারী। টঙ্গী-ভৈরব বাজার ৭০ কিলোমিটার ও ভৈরব বাজার-বাজিতপুর ১৯ কিলোমিটার রেলওয়ে পথে এসব দুর্ঘটনা ঘটে।

ট্রেনের ছাদে রেলভ্রমণ, বিরতিহীন রেলস্টেশনে ট্রেন থেকে নামা ও রেলপথ পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এসব মানুষের মৃত্যু হয়েছে। নিহতরা বেশিরভাগই পরিচয়হীন হওয়াই পুলিশ এসব মরদেহ নিজ উদ্যােগে দাফন করে। ভৈরব রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেন।

ভৈরব রেলওয়ের নিরাপত্তা পরিদর্শক কামরুল ইসলাম জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সবসময়ই যাত্রীকে নানাভাবে সতর্ক করলেও যাত্রীরা সতর্কতা অবলম্বন করে না।

আসাদুজ্জামান ফারুক/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।