ভৈরবে মোটরসাইকেল উল্টে যুবক নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮

কিশোরগঞ্জের ভৈরবে মোটরসাইকেল দুর্ঘটনায় জামির আহমেদ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে ভৈরব-মেন্দীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামির আহমেদ উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ভৈরব-মেন্দীপুর সড়কে রসুলপুর মিয়াচাঁন মিয়ার বাড়ির সামনে মোটরসাইকেল উল্টে গুরুতর আহত হন জামির আহমেদ। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কে এন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।