ভৈরবে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১২:২৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮
ছবি-প্রতীকী

ভৈরবে ট্রাক-পিকআপ মুখোমুখী সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ভৈরব- কিশোরগঞ্জ সড়কের সম্ভুপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত পিকআপচালক দিদার হোসেন (৩৫) নোয়াখালীর মাইজদি এলাকার আবদুর রউফের ছেলে। আহতরা হলেন- বাচ্চু মিয়া (৩৮), সোহাগ (২৮), তার স্ত্রী শাহনাজ বেগম (২৪) ও জজ মিয়া (২৭)।

ভৈরব হাইওয়ে থানার ওসি একেএম কাউছার জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও ট্রাক-পিকআপ দুটি আটক করে। তবে ট্রাক ড্রাইভার পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আসাদুজ্জামান ফারুক/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।