রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জে মিষ্টি বিতরণ
দেশের সংসদীয় সরকারের ইতিহাসে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার দুপুরে নির্বাচন কমিশন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি ঘোষণা করার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ।
তারা হৈ-হুল্লোড় আর আনন্দ উৎসব করে সারা শহরে মিষ্টি বিতরণ করে। ছাত্রলীগ নেতাকর্মীরা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে নেমে পড়ে রাস্তায়। রিকশাচালক, যাত্রী, দোকানী, দায়িত্বপালনরত আইন-শৃঙ্খলা বাহিনীসহ যেখানে যাকে পেয়েছে তার মুখেই মিষ্টি তুলে দেয় তারা।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা সুমন জানান, মহামান্য রাষ্ট্রপতি আমাদের গর্ব। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি কিশোরগঞ্জবাসীর অভিভাবক। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমরা তাৎক্ষণিক শহরে মিষ্টি বিতরণ করে এ আনন্দক্ষণটি সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি।
ছাত্রলীগ নোতাকর্মী ছাড়াও জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরীসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
নূর মোহাম্মদ/এফএ/জেআইএম