বগুড়ায় বিএনপির ৯৯ নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করে ত্রাস সৃষ্টির অভিযোগে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৮৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন গাবতলী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আজিজার রহমান পাইকার।

মামলায় গাবতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইফুল ইসলাম ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুনসহ ৩৭ জনের নাম উল্লেখ করে মোট ৮৭ জনকে আসামি করা হয়েছে। গাবতলী থানার ওসি খায়রুল বাশার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, গাবতলী উপজেলা গেটের পাশে দোতলায় আওয়ামী লীগের কার্যালয় রয়েছে। গত ৪ ফেরুয়ারি রাত ৯টার দিকে বাদী ও মামলার সাক্ষীরা কার্যালয়ে আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার অর্থ আত্মসাৎ মামলার রায়কে কেন্দ্র করে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সভা করছিলেন। এ সময় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে লাঠি, রড, ইট-পাটকেল ও ককটেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আসে। তারা আতঙ্ক সৃষ্টির জন্য পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়।

মামলা প্রসঙ্গে গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মেয়র সাইফুল ইসলাম জানান, বিএনপি নেতাকর্মীরা যাতে প্রতিবাদ করতে না পারে সে জন্য আওয়ামী লীগের ক্যাডাররা নিজেরাই ককটেল বিস্ফোরণ করে দায় বিএনপির ওপর চাপাচ্ছে। মামলা-হামলা যতই হোক না কেন অন্যায়ভাবে খালেদা জিয়াকে কোনো সাজা দেয়া হলে গাবতলী থেকেই আন্দোলন শুরু করা হবে।

এদিকে ধুনট থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোসাইবাড়ি ইউপি চেয়ারম্যান মঈনুল হাসান মুকুল, সদস্য সচিব শরাফত জামান পাশাসহ বিএনপির ১২ নেতার বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ধুনট থানার এসআই শাহিনুর রহমান বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রদল নেতা খায়রুর হাসান বিপ্লবকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।