কসবায় গণপিটুনিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:৫১ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই সড়কে ডাকাতির চেষ্টা চালিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে এখনও পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জেলা পুলিশের কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল করিম জাগো নিউজকে বলেন, রাতে তিনলাখপীর-চারগাছ সড়কে ডাকাতির জন্য একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করে ওই যুবক। এ সময় অটোরিকশার যাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ওই যুবককে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পর খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলাও করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।