রায় ঘোষণার পর কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:২২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার রায় ঘোষণার পর বিকেল পৌনে ৩টার দিকে শহরের আখড়াবাজার পিটিআই এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে।

এ সময় পুলিশের একটি পিকআপকে ধাওয়া করে তারা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় ইট-পাটকেলে কয়েকজন আহত হয়। পরে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে মিছিলকারীদের হটিয়ে দেয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে বিকেলে রায় ঘোষণার পর শহরের পুরান থানা এলাকায় একটি পিকআপ ভাঙচুর ও একরামপুরে একটি অটোতে আগুন দেয় দুর্বৃত্তরা।

যদিও যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে বিজিবি, র‌্যাব-পুলিশসহ বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানায় পুলিশ।

নূর মোহাম্মদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।