প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পোস্ট, সরকারি কর্মচারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করার অভিযোগে মোবারক করিম নামে এক সরকারি কর্মচারীকে আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে পুলিশ। তিনি উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট।

খোঁজ নিয়ে জানা গেছে, ফেসবুকে একটি স্ট্যাটাসে একদিকে খালেদা জিয়া ও অন্যদিকে সাপের ছবি দিয়ে লেখা হয়, ‘কে বেশি ভয়ংকর’। ওই স্ট্যাটাসের কমেন্টে মোবারক করিম লেখেন ‘হাসিনা’।

বিষয়টি জানার পর দুপুরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালের ভেতরেই আটকে রাখে। পরে খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসে পুলিশ।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

আজিজুল সঞ্চয়/এএম/আইআই/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।