বালিয়াকান্দিতে ৩ পরীক্ষার্থী বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় ও বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩ পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে।

শনিবার ওই কেন্দ্রগুলোতে চলমান গণিত ও রসায়ন পরীক্ষায় এসএসসি ও কারিগরি শাখার ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বালিয়াকান্দি উপজেলা এসএসসি পরীক্ষার কেন্দ্রসচিব আব্দুস সালাম জানান, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কারিগরি শাখার রসায়ন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে সাদিয়া তাবাসসুম সিমলাকে (রোল নং- ৬৭৯৩৬০) বহিষ্কার করা হয়।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা এবং বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সাব্বির আহম্মেদ (রোল নং- ৩৬৯২৭২) ও মো. আকাশকে (রোল নং- ৬৮০৩৯৪) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তায়েব-উর রহমান আশিক বহিষ্কার করেন।

রুবেলুর রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।