বালিয়াকান্দিতে ৩ পরীক্ষার্থী বহিষ্কার
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় ও বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩ পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে।
শনিবার ওই কেন্দ্রগুলোতে চলমান গণিত ও রসায়ন পরীক্ষায় এসএসসি ও কারিগরি শাখার ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বালিয়াকান্দি উপজেলা এসএসসি পরীক্ষার কেন্দ্রসচিব আব্দুস সালাম জানান, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কারিগরি শাখার রসায়ন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে সাদিয়া তাবাসসুম সিমলাকে (রোল নং- ৬৭৯৩৬০) বহিষ্কার করা হয়।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা এবং বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সাব্বির আহম্মেদ (রোল নং- ৩৬৯২৭২) ও মো. আকাশকে (রোল নং- ৬৮০৩৯৪) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তায়েব-উর রহমান আশিক বহিষ্কার করেন।
রুবেলুর রহমান/এএম/জেআইএম