নির্বাচনে সব দলের অংশগ্রহণের উদ্যোগ নেবে ইসি : ফজলে রাব্বি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১:২৯ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) উদ্যোগ নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।

বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় হিজড়া জনগোষ্ঠির একটি বিউটি পার্লার উদ্বোধন করতে এসে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

জেলা পুলিশের সহযোগিতায় শহরের পুরাতন জেলরোডস্থ পুলিশ ভবন মার্কেটে উত্তরণ-৩ নামে একটি বিউটি পার্লার খোলা হয়েছে। হিজড়ারা এ পার্লার পরিচালনা করবেন। সকাল সাড়ে ১০টায় ফিতা কেটে উত্তরণ-৩ বিউটি পার্লারের উদ্বোধন করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।

ফজলে রাব্বি মিয়া বলেন, দেশের সাধারণ নাগরিক হিসেবে আমরা চাইব সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হোক।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন-নেছা বাপ্পি, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির প্রমুখ।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।