চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ২২ জুলাই ২০১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় জোৎসনা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর পাহাড়তলী হাজি ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোৎসনা বেগম পাহাড়তলী থানার সিদ্দিক কলোনীর বাসিন্দা হাকিম আলীর স্ত্রী।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, পাহাড়তলী হাজি ক্যাম্প এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি টেম্পু জোৎসনা বেগমকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।  পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।