নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ২৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ-দেবীগঞ্জ সড়কের প্রেমবাজারে এ দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানা পুলিশের এসআই মো. মশিউর রহমান জানান, চালক নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত নিহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাহামুদুল হাসান পলাশ বলেন, আহত যাত্রীদের আমরা চিকিৎসা দিয়েছি। এদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

এমদাদুল হক মিলন/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।