এতিমের টাকা আত্মসাৎকারীদের কেউ প্রশ্রয় দেবে না : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, এতিমদের টাকা যারা আত্মসাৎ করে তাদেরকে কেউ প্রশ্রয় দেবে না। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় বিচারে তার সাজা হয়েছে।
মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নে গর্ভেশ্বরী নদীর উপর ৩২ কোটি টাকা ব্যয়ে ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের জন্য, উন্নয়নের জন্য কাজ করে। আর বিএনপি লুটপাট ও এতিমদের টাকা আত্মসাৎ করে। যা আজ প্রমাণিত।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের রাজনীতি করে। আর আওয়ামী লীগ নির্মাণের রাজনীতি করে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত ১০ বছর ক্ষমতায় ছিল। কিন্তু এ ব্রিজ হয়নি। আত্রাই, কাঁকড়া ও গর্ভেশ্বরী নদীর উপর ব্রিজ না থাকায় প্রায় ২ লক্ষাধিক মানুষ শহর থেকে বিচ্ছিন্ন ছিল। অতি কষ্টে যাতায়াত করতো। এ ব্রিজ নির্মাণ হওয়ায় দিনাজপুর থেকে গাবুরা, মাদারগঞ্জ, চিরিরবন্দর, পার্বতীপুরের প্রায় ২ লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘব হবে।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেজবাহুল হোসেন, উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জ্যামী প্রমুখ উপস্থিত ছিলেন।
এমদাদুল হক মিলন/আরএআর/আরআইপি