জাতিসংঘে বাংলা চাই সময় উপযোগী দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ ও প্রাণ গ্রুপ আজ আমাদের প্রাণের দাবি তুলে ধরার সুযোগ করে দিয়েছে। বাংলাদেশের মানচিত্র, পতাকা, স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা পূর্ববর্তী যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে তার সবগুলোই এসেছে ৫২’র হাত ধরে।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক বাংলা ভাষা হিসেবে মর্যদা প্রদানের পর মহান অমর একুশ এখন বিশ্বব্যাপী একুশের মর্যাদা লাভ করেছে। বিশ্বে প্রায় ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। তাই ‘জাতিসংঘে বাংলা চাই’ একটি সময় উপযোগী স্লোগান এবং জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার একটি যৌক্তিক দাবি। অবিলম্বে বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে চালু করার দাবি জানাচ্ছি।

সোমবার বেলা ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের ভিআইপি লাইঞ্জে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা বাংলা চাই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকসি বাচ্চু এসব কথা বলেন।

Pic-(04)

বিশেষ অতিথির ভাষণে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল বলেন, জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ইতোমধ্যে ছয়টি ভাষার ব্যবহার হচ্ছে। আর বাংলা ভাষার অবস্থান চতুর্থ। এ থেকে বোঝা যায় যে, বাংলা ভাষার চেয়েও অবস্থানের দিক থেকে নিচে থাকা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নেয়া উচিত।

সময় উপযোগী দাবি তুলে ক্যাম্পেইনের মাধ্যমে সারাবিশ্বে জানান দেয়ার জন্য প্রেস ক্লাব নেতারা জাগোনিউজ২৪.কম ও প্রাণ গ্রুপকে কৃতজ্ঞতা জানান।

ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক উত্তরার সম্পাদক অধ্যাপম মুহম্মদ মহসীন, দৈনিক অন্তর কণ্ঠের সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ, প্রেস ক্লাবের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, এটিএন বাংলা ও এটিএন নিউজের দিনাজপুর প্রতিনিধি হুমায়ুন আহম্মেদ, চ্যানেল ২৪ ও সমকারের দিনাজপুর প্রতিনিধি বিপুল সরকার সানি, ডিবিসির জেলা প্রতিনিধি মোর্শেদুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের দিনাজপুর প্রতিনিধি রিয়াজুল ইসলাম, মাইটিভির জেলা প্রতিনিধি মুকুল চ্যাটার্জি, দিনকালের স্টাফ রিপোর্টার ইদ্রিস আলী, দেশ টিভির জেলা প্রতিনিধি আবুল কাশেম, নিউজ২৪ এর জেলা প্রতিনিধি পলাশ, নিউ এ্যজের জেলা প্রতিনিধি আজাহার রেজা, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক তোফায়েল আহম্মেদ জুয়েল, টিটি নিউজের সম্পাদক আনোয়ার সাদাত মণ্ডল, সাংবাদিক রফিক প্লাবন, ফজিবর রহমান বাবু, লিটন হোসেন আকাশ, কালের কণ্ঠের শুভ সংঘের সভাপতি রাসেল ইসলাস, ভারপ্রাপ্ত সম্পাদক জজেনুর রহমান প্রমুখ।

mother

ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য রাখেন জাগোনিউজ২৪.কম'র জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন।

আলোচনা শেষে প্রধান অতিথি জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা চাই সমর্থনে ভোট প্রদান করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এরপর বিশেষ অতিথি ও অন্যরা ভোট প্রদান করেন।

এর আগে একটি শোভা যাত্রা দিনাজপুর প্রেস ক্লাব থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবে এসে শেষ হয়।

এমদাদুল হক মিলন/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।