শ্রীপুরে বইমেলার উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:০৪ পিএম, ১০ মার্চ ২০১৮

গাজীপুরের শ্রীপুরে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বইমেলা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলন দুই দিনব্যাপী এ বইমেলার উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট হারন অর রশিদ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক ও বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাহার আলী প্রমুখ।

এদিকে, শিক্ষার্থীদের বই পড়ার মনোযোগ বৃদ্ধিতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যোগে বিদ্যালয় মাঠে আয়োজিত এই বইমেলায় জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলনকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে যায় শিক্ষার্থীরা। অন্যরকম আবহ তৈরি হয় বইমেলায়। লেখকের অটোগ্রাফসহ বইয়ের জন্য সময়ের সাথে সাথে পাঠকের ভীড় বাড়তে থাকে বইমেলায়। মেলা রোববার পর্যন্ত চলবে।

মোঃ আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।