স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১০:০০ এএম, ১৫ মার্চ ২০১৮
ছবি-প্রতীকী

দিনাজপুরের বিরল উপজেলার ফরমানপুর এলাকায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে রাইতুন নাহার বীথি (২১) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার মধ্যরাতে জেলার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

নিহত বীথি ফরমানপুর এলাকার শাহজাহান আলীর স্ত্রী ও পলাশবাড়ী উপজেলার ভূতিগ্রামের বেলাল হোসেনের মেয়ে।

বীথির স্বজনরা জানান, বিকালে তুচ্ছ বিষয় নিয়ে শাহজাহান আলী বিথীকে মারপিট করে। এতে সে অচেতন হয়ে পড়ে। পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে গভীর রাতে তার মৃত্যু হয়।

দিনাজপুর কোতয়ালী থানার এসআই নুরেজা খাতুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই।

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।