চোর অপবাদে প্রেমিকার বাড়িতে যুবককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৭ মার্চ ২০১৮
ফাইল ছবি

রাজবাড়ীর পাংশার পৌর এলাকায় চোর অপবাদ দিয়ে মিরাজুল শেখ (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, মিথ্যা অপবাদ দিয়ে মিরাজুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শুক্রবার রাতে পাংশা পৌর এলাকার মৌত্তিডাঙ্গা গ্রামের আজিজ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের খালেক শেখের ছেলে।

নিহতের বাবা জানান, প্রতিবেশী আজিজ মোল্লার কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল মিরাজুলের। রাতে ওই মেয়ে মিজারুলকে ফোন করে তাদের বাড়িতে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে চোর অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করে।

পাংশা থানরি ওসি মোফাজ্জেল হোসেন জানান, মিরাজুল নেশা করত। সে রাতে ওই বাড়িতে চুরি করতে ঢোকে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে তাকে অাটক করে। পরে স্থানীয় লোকজনের গণপিটুনিতে সে অাহত হয়। সকালে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুবেলুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।