ঝালকাঠিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৯ মার্চ ২০১৮

জাগো নিউজের ঝালকাঠি প্রতিনিধি সাংবাদিক আতিকুর রহমানসহ তিনজনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আতিকুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক এইচএম কবির হোসেন মামলাটি আমলে নিয়ে জেলা ডিবি পুলিশের ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার শুনানিতে অংশ গ্রহণ করেন আইনজীবী আক্কাস সিকদার, মানিক আচার্য্য, মাহেব হোসেন, হাফিজুর রহমান, ফারুক হোসেন খান, ফয়সাল খান, নাসির উদ্দিন মুন্সি, মিজানুর রহমান মুবিন, নাসির উদ্দিন, আনিচুর রহমান খান, হাসান সিকদার, কার্তিক দত্ত প্রমুখ।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, নলছিটি উপজেলার টেকেরহাট বাজার সংলগ্ন একটি মাঠে জারি গানের অনুমতি নিয়ে গত ১১ মার্চ রোববার রাতে অবৈধভাবে যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসে। স্থানীয় কয়েকজন মুরব্বির অনুরোধে সেখানে গিয়ে নলছিটি থানা পুলিশের সহায়তায় যাত্রা ও জুয়া বন্ধ করা হয়। সেখান থেকে মোটরসাইকেল যোগে ফেরার সময় রাত ৩টার দিকে কুলকাঠি ইউনিয়নের বারইকরণ এলাকায় পৌঁছালে ৮/৯ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে সাংবাদিক আতিকসহ তিনজনের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সাংবাদিক আতিকের ক্যামেরা, অপর যাত্রী সদর উপজেলা নৌকা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হেমায়েত হোসেনের মোবাইল ও ৩৩ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেলটির আনুমানিক ২৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।

সাংবাদিক আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার হাসপাতাল থেকে রিলিজ নিয়ে আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে সোমবার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, আদালত তদন্তের নির্দেশ শুনেছি কিন্তু এখনও নির্দেশনার কপি হাতে পাইনি। সঠিকভাবে তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়া হবে।

আতিকুর রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।