কসবায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কসবা উপজেলার হাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি হাকর এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাত পরিচয় ওই নারী ট্রেনটির নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে এখনও নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর