কুয়াশা কাটিয়ে পদ্মায় ফেরি চলাচল শুরু
চৈত্রের সকালের আকষ্মিক কুয়াশায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। এর অাগে সকাল সোয়া ৭টা থেকে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে যানবাহন নিয়ে একটি ফেরি আটকা পড়ে।
এদিকে কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটেও ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ ভোর ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, ভোরের দিকে কুয়াশা পড়তে শুরু করে। ভোর ৫টার দিকে অতিরিক্ত কুয়াশা দেখা দিলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এ সময় দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এসময় কয়েকটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়।
রুবেলুর/নাসিরুল/এফএ/আরআইপি