কালকিনিতে সড়ক দুর্ঘটনায় আহত ১০
মাদারীপুরের কালকিনির গোপালপুর ইউনিয়নের মেলকাই ব্রীজ নামকস্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১/৬৩৬৭) যাত্রীবাহী একটি বাস মহাসড়কের মেলকাই ব্রীজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় অন্তত ১০ জন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহত আ. জলিল বলেন, চালক বেপরোয়াভাবে বাস চালানোর কারণে এ ঘটনা ঘটেছে।
এ কে এম নাসিরুল হক/এআরএ/আরআই