রাজবাড়ীতে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৬ মার্চ ২০১৮

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতিকালে হঠাৎ করে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহদাত হোসেন সাইফুলসহ দুই কর্মী আহত হয়েছেন।

কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান জানান, স্বাধীনতা দিবসের কর্মসূচি বানচাল করতে সকালে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এ হামলা করেছে। এ সময় তারা কার্যালয়ের শাটার, কাঁচের দরজা ও চেয়ার ভাঙচুরসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ দুই কর্মীকে পিটিয়ে আহত করে এবং অফিস বন্ধের হুমকি দেয়। বিএনপি নেতাকর্মীরা স্বাধীনতা দিবসের কোনো কর্মসূচি পালন করতে পারেননি বলে তিনি জানান।

RAJBARI-BNP-OFFICEC-2

কালুখালী থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, তিনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছিলেন। তবে শুনেছেন উপজেলা বিএনপির কার্যালয়ে কে বা কারা হামলা চালিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

রুবেলুর রহমান/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।