ইউপি চেয়ারম্যানের হাতে স্বাস্থ্য কর্মকর্তা লাঞ্ছিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২৯ মার্চ ২০১৮
ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত স্বাস্থ্য কর্মকর্তা সোহেল রানা

টাঙ্গাইলের মির্জাপুরে পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন পরিদর্শক মো. সোহেল রানাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের হাট ফতেপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যান আব্দুর রউফের নামে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন সোহেল রানা।

স্থানীয় সূত্রে জানা যায়, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তার লোকজন দিয়ে প্রতি বছর বংশাই নদীর ফতেপুর এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করেন। এতে ফতেপুর গ্রামের সোহেল মিয়া, আকাশ, আব্দুর রহমান ও সাবেক ইউপি চেয়ারম্যান আমীর হোসেন লেবুর ঘরবাড়ির আংশিক নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ বছরও বালু উত্তোলনের উদ্দেশ্যে ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ ওই স্থানে ড্রেজার মেশিন ও নৌকা স্থাপন করলে সোহেলসহ স্থানীয়রা এর প্রতিবাদ করেন। এতে ইউপি চেয়ারম্যান তাদের ওপর ক্ষিপ্ত হন। পরে বৃহস্পতিবার সকালে সোহেল বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার সময় পথিমধ্যে চেয়ারম্যান আব্দুর রউফ তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে মারধর করেন এবং অফিসের ট্যাব ভাঙচুর করেন। আহত সোহল জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সোহেল রানা ফতেপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফতেপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আমির হোসেন লেবুর ছেলে।

এস এম এরশাদ/আরএ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।