দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২৯ মার্চ ২০১৮
ছবি-প্রতীকী

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের খানসামা উপজেলায় বিলকিছ আক্তার দিনাজপুরের খানসামা উপজেলার সহজপুর গ্রামের আবুল কালামের স্ত্রী বিলকিছ আক্তার (৩৪)। তিনি নীলফামারী জেলার উত্তরা ইপিজেডের এভারগ্রীণ কোম্পানির কর্মী ছিলেন। অপরজন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামের মৃত তাহের উদ্দীনের মোল্যার ছেলে বজলুর রহমান (৬৪)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় স্বামীর মোটরসাইকেলযোগে কর্মস্থল নীলফামারীর উত্তরা ইপিজেডে যাচ্ছিল বিলকিছ আক্তার। খানসামা-নীলফামারী সড়কের চৌরঙ্গী এলাকায় ফারুক ফিলিং স্টেশেনের কাছে পৌঁছলে একটি বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় বিলকিছ আক্তার। এরপর নীলফামারী হাসপাতালে নেয়ার পথে মারা যায়। খানসামা থানার ওসি আব্দুল মতিন সরকার ঘটনাটি নিশ্চিত করেছেন।

এদিকে, বিকেলে আমডুঙ্গি বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি আসার পথে একটি বালুবোঝাই ট্রাক্টর বৃদ্ধ বজলুর রহমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় বজলুর রহমান। ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমদাদুল হক/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।