টাঙ্গাইলে লেগুনা খাদে পড়ে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০২ এপ্রিল ২০১৮
ছবি-প্রতীকী

টাঙ্গাইলে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার বৈল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বাদশা (৫৫) কালিহাতী উপজেলার ডুবাইল গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানার এএসআই খলিলুর রহমান বলেন, সকালে কালিহাতীর এলেঙ্গা থেকে লেগুনাযোগে যাত্রীরা টাঙ্গাইল শহরের দিকে আসছিল। পরে লেগুনাটি বৈল্লা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে লেগুনাটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে লেগুনায় থাকা ড্রাইভারসহ ১১জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেলারেল হাসপাতালের ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলামের মৃত্যু হয়। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।