এইচএসসির প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৫ এএম, ০৮ এপ্রিল ২০১৮

টাঙ্গাইলে চলতি এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ফতেপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাউছার রহমান (২১) ওই এলাকার শাহাদত হোসেনের ছেলে।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত কাউছার রহমান তার ব্যবহৃত মোবাইলে হোয়াটস এ্যাপস এবং ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন গ্রুপ তৈরি করে টাকার বিনিময়ে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করত। শনিবার রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ফতেপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে কাউছার রহমানকে আটক করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়। পরে রবিউলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে তার ব্যবহৃত মোবাইলে হোয়াটস এ্যাপস এবং ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন গ্রুপ তৈরি করে টাকার বিনিময়ে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করত। সে এভাবে বিভিন্ন লোকজনের কাছ থেকে ভুয়া প্রশ্ন দিয়ে টাকা নিত। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ওআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।