গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি খায়রুল সম্পাদক রাহিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১০ এপ্রিল ২০১৮

গাজীপুর প্রেস ক্লাবের ২০১৮-১৯ সালের কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন মঙ্গলবার ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. খায়রুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন/বৈশাখী টিভি) সভাপতি ও রাহিম সরকার (দৈনিক জনতা/বিজয় টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৭ সদস্য বিশিষ্ট নির্বাচিত অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহফুজুল হক, সহ-সভাপতি মো. আলমগীর হোসেন (মুক্ত বলাকা), যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান (ভাওয়াল), সাংগঠনিক সম্পাদক মো. জানে-এ-আলম (ঘটনার আড়ালে), কোষাধ্যক্ষ হাজিনুর রহমান শাহীন (দি ইনডিপেনডেন্ট ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম (আমাদের কণ্ঠ), দপ্তর সম্পাদক সিরাজ উদ্দিন (দৈনিক আজকের জনতা) এবং ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক সারওয়ার হোসেন (আজকের গাজীপুর)।

এছাড়া নির্বাহী সদস্য পদে মো. মুজিবুর রহমান (ইত্তেফাক), অধ্যাপক এনামুল হক (বাংলাদেশের খবর), শরীফ আহমেদ শামীম (কালেরকণ্ঠ), মো. আমিনুল ইসলাম (জাগোনিউজ২৪.কম), শাহ সামসুল হক রিপন (যুগান্তর), আবুল হোসেন (যায়যায়দিন) ও মো. হুসাইন ইমাম (মাতৃছায়া) নির্বাচিত হয়েছেন।

ভোটগ্রহণ শেষে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওসার আহমেদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন।

দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, গোলাম সবুর, গাজীপুর আদালতের জিপি আমজাদ হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমানত হোসেন খান নির্বাচনের কার্যক্রম পরিদর্শন করেন। নির্বাচনে ৬৭ জন ভোটারের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

মোঃ আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।