বর্ষবরণে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৪ এপ্রিল ২০১৮

বাংলা বর্ষবরণে বৈশাখী আনন্দকে ভাগাভাগি করে নিতে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সকাল ১০টার দিকে হিলি চেকপোস্ট শূন্যরেখায় আনুষ্ঠানিক ভাবে ভারতীয় সীমান্তরক্ষীদের মিষ্টি উপহার দেয়া হয়।

এসময় বিজিবি হিলি চেকপোস্ট কোম্পানি কমান্ডার আবু নাছের ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের ভারত হিলি ক্যাম্প কমান্ডেন্ট ইন্সপেক্টর ওয়াজির চানের হাতে মিষ্টি তুলে দেন।

বিজিবি হিলি চেকপোস্ট কোম্পানি কমান্ডার আবু নাছের জানান, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে সৌহার্দ্য, ভাব সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরের মধ্যে মিস্টিসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়ে থাকে।

এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি রফতানির সকল কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।