বেড়াতে গিয়ে কালবৈশাখী ঝড়ে স্কুলছাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:২০ পিএম, ২১ এপ্রিল ২০১৮

গাজীপুরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নাসরিন আক্তার জোসনা (১৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার দুপুরে সিটি কর্পোরেশনের চান্দনা রওশন সড়ক এলাকায় প্রচণ্ড ঝড়ে সফি টেক্সটাইল মিলের ছাদের উপর নির্মিত টিন সেডের চালা উড়ে যায়। ওই চালাটি কারখানার নিচে জাকিরের বাড়িতে গিয়ে পড়ে। এতে ওই বাড়িতে বেড়াতে আসা স্কুলছাত্রী জোসনা নিহত হয়।

নিহত জোসনা স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ও পার্শ্ববর্তী ছায়েদ আলীর বাড়ির ভাড়াটিয়া। শনিবার সকালে জাকিরের বাড়ির ভাড়াটিয়া এক বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছিল জোসনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে গাজীপুর চান্দনা চৌরাস্তা, জেলা শহর ও আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়, গাছপালা উপড়ে পড়ে এবং অনেক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

Gazipur-Pic-02

ঝড়ে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি সড়কে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বড় দুটি গাছের ডাল ভেঙে পড়েছে। এতে বিকেল ৪টা পর্যন্ত রাজবাড়ি সড়কে সব ধরণের যানবাহন বন্ধ থাকে। ঝড়ে জেলা শহরসহ বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এছাড়া ঝড়ে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন রেড ক্রিসেন্ট সোসাইটির অফিস, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কার্যালয় এবং রথখোলা সড়কে স্টেডিয়ামের পাশে বেশ কয়েকটি বাসা বাড়ির টিনের চালা উড়ে যায়।

এদিকে কালবৈশাখী ঝড়ে গাজীপুরে বিভিন্ন স্থানে উঠতি ফসল ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।