কাশিমপুর কারাগারে খুনের আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৮

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এ হাজতির মৃত্যু হয়।

মৃত মোতাহার হোসেন খান (৬০) গাজীপুরের কাপাসিয়া থানার বরুন গ্রামের মো. সহিদ খানের ছেলে। তার বিরুদ্ধে কাপাসিয়া খুনের মামলা রয়েছে। মামলাটি গাজীপুর আদালতে বিচারাধীন।

কারাগারের ডেপুটি জেলার মো. ফেরদৌস মিয়া জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে মোতাহার হোসেন বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। অবস্থার পরিবর্তন না হলে পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুপুর সোয়া ১২টার দিকে ওই হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে তাকে গাজীপুর জেলা কারাগার থেকে তাকে ২০১৭ সালের ১৪ অক্টোবর কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।

মোঃ আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।