কালীগঞ্জে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস পালিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৮ এপ্রিল ২০১৮

গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকায় অবস্থিত দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

‘জীবন আমার, তাই নিজের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বটাও আমার’ প্রতিপাদ্য নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে ময়মনসিংহ এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার পরেশ কান্তি দাস, আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপক (প্রশাসন) মো. সাইদুর রহমান সাইদ, প্রাণ-আরএফএল গ্রুপ ও ময়মনসিংহ এগ্রো লিমিটেডের বিভাগীয় প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আব্দুর রহমান আরমান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।