আওয়ামী লীগ সরকার মানেই শ্রমিকদের ভরসার স্থান : চুমকি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৬:০২ পিএম, ০১ মে ২০১৮

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের জন্য সর্বদা কাজ করে গেছেন। তাই তিনি ক্ষমতায় আসার পর শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনাও শ্রমিকদের প্রতি আন্তরিক হয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছেন। আওয়ামী লীগ সরকার মানেই শ্রমিকদের আশা-ভরসার স্থান।

মঙ্গলবার দুপুরে উপজেলা শ্রমিক লীগ আয়োজিত মে দিবসের র‌্যালি শেষে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হামীমের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ ও যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম তারিকুল ইসলাম প্রমুখ।

আব্দুর রহমান আরমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।