দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ফাইল ছবি
দুর্যোগপূর্ণ আবহাওয়া স্বাভাবিক হওয়ায় প্রায় ১ ঘণ্টা পর দেশের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে দুপুর সোয়া ২টা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া কারণে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় দক্ষিণ অঞ্চল থেকে আসা যানবাহন ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম জানান, আবহাওয়া স্বাভাবিক ও নদী শান্ত হওয়ায় পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
রুবেলুর রহমান/আরএ/এমএস