দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০২ মে ২০১৮
ফাইল ছবি

দুর্যোগপূর্ণ আবহাওয়া স্বাভাবিক হওয়ায় প্রায় ১ ঘণ্টা পর দেশের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে দুপুর সোয়া ২টা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া কারণে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় দক্ষিণ অঞ্চল থেকে আসা যানবাহন ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম জানান, আবহাওয়া স্বাভাবিক ও নদী শান্ত হওয়ায় পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

রুবেলুর রহমান/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।