কসবায় দুর্ঘটনায় আহত ২ কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৬ মে ২০১৮
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকচাপায় আহত বাকি দুই কিশোরও মারা গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল তিনজন।

নিহত ফয়সাল (১৮) জেলার কসবা উপজেলার কুটি গ্রামের ইধন মিয়ার ছেলে ও সজল (১৮) মঈনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

কসবা সর্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল করিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে কসবা উপজেলার শাহপুর এলাকায় পণ্যবোঝাই একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নুরুল আমিন (২২) মারা যান। এ ঘটনায় আহত হয় মোটরসাইকেলে থাকা ফয়সাল ও সজল। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।