দৌলতদিয়ায় পাওয়া শিশুটির বাড়ি মানিকগঞ্জ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে পাওয়া শিশুটি নাম পরিচয় পাওয়া গেছে। তার নাম সাথি অাক্তার। সে মানিকগঞ্জ জেলার রুপসা ইউনিয়নের দড়িকয়রা গ্রামের অাব্দুল রাজ্জাকের মেয়ে।
রোববার বিকেল ৫টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শিশুটিকে তার পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের এসআই সোমনাথ বসু জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ঘাট টর্মিনাল এলাকায় শিশু সাথি এলোমেলোভাবে ঘোরাঘুরি করছিল এবং কাঁদছিল। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে টহলররত পুলিশের কাছে নিয়ে অাসে। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেলে শিশুটি তখন কিছুই বলতে না পারলে তাকে থানায় নিয়ে অাসা হয়। সকালে শিশু সাথি জানায়, তার নানা বাড়ি বেড়ানোর কথা বলে অজ্ঞাত এক ব্যক্তি তাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু এখানে এসে তাকে পাচ্ছিল না। তখন শিশুটি তার নাম পরিচয় বলে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোনো পাচারকারী দৌলতদিয়া যৌনপল্লী অথবা অন্য কোথাও সাথিকে বিক্রির জন্য নিয়ে এসেছিল। দৌলতদিয়া ঘাট এলাকায় পুলিশের একাধিক টিম টহলরত দেখে ভয়ে সাথিকে রেখে ওই পাচারকারী হয়তো পালিয়ে যেতে পারে। পরে শিশুটির পরিবারের সদস্যদের খবর দিয়ে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ওসি মীর্জা অাবুল কালাম অাজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/এমএএস/আরআইপি