গাজীপুরে জাল টাকাসহ দুই বিদেশি নাগরিক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ০৭ মে ২০১৮

গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের মিয়ার বাজার এলাকা থেকে জাল টাকা, জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুই বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আফ্রিকার দেশ কঙ্গোর নাগরিক। তারা হলেন- আলপন্স কেডি ও ফাইসাতু সুলতানা।

এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আমরাইদ বাজার শাখা কৃষি ব্যাংকের ম্যানেজার সোহরাব জাকিরের দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার মৈশন উত্তর পাড়া গ্রামের সোলাইমানের দুই ছেলে আলমগীর হোসেন (৩৭) ও সোহান হোসেন (২৭)।

কাপাসিয়া থানা পুলিশের ওসি আবু বকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ার বাজার এলাকায় সোলাইমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

দুই বিদেশি নাগরিক বাড়ির মালিকের ছেলে আলমগীর ও সোহানের সঙ্গে জাল টাকা লেনদেন করার সময় এক নারীসহ তাদের গ্রেফতার করা হয়।

পরে তাদের কাছ থেকে ১০২টি এক হাজার টাকার জাল নোট, প্রায় ২০ লাখ জাল টাকা তৈরির পেপার ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। দুই বিদেশি তল্লাশি করে বাংলাদেশে অবস্থান করার কোনো বৈধ কাগজপত্র বা তাদের পাসপোর্ট পাওয়া যায়নি বলেও জানান ওসি।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।