প্রিয়জনের সঙ্গে উপভোগ করুন গাজরের পায়েস

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত

ছুটির দিন মানেই প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, গল্প করা আর ভালো ভালো খাবার খাওয়ার আনন্দ। এই দিনটাকে আরও সুন্দর করে তুলতে আমরা সবাই চাই একটু বিশেষ কিছু। এই ছুটিতে প্রিয়জনদের জন্য সহজেই বানিয়ে নিতে পারেন গাজরের পায়েস। এই পায়েস খুবই সুস্বাদু। বানাতেও খুব বেশি ঝামেলা নেই, উপকরণও কম। পরিবারের সবাই বা বন্ধুরা একসঙ্গে বসে এই মিষ্টি পায়েস খেলে ছুটির আনন্দ আরও বেড়ে যাবে।

dfg

আসুন জেনে নেয়া যাক কিভাবে মজাদার গাজরের পায়েস তৈরি করবেন-

উপকরণ
১.গাজর ২ টি খোসা ছাড়িয়ে গ্ৰেট করা
২. চিনি আধা কাপ
৩. তেজপাতা ১ টি
৪. ছোট এলাচ ২ টি
৫. দুধ আধা কেজি
৬. কনডেন্সড মিল্ক ২ চা চামচ
৭. ঘি ১ চা চামচ
৮. কাজু, পেস্তা, কাঠ বাদাম কুচি সাজানোর জন্য

প্রস্তুত প্রণালি
প্রথমে একটি প্যানে ঘি দিয়ে তা গরম করুন। এরপর এতে গ্রেট করা গাজর দিয়ে কয়েক মিনিট ভাজুন যতক্ষণ না গাজর নরম হয়ে যায়। ভাজা গাজরের মধ্যে দুধ ঢেলে দিন। দুধ ফুটতে থাকা অবস্থায় এতে একে একে এলাচ এবং তেজপাতা দিয়ে দিন। এরপর কনডেন্সড মিল্ক এবং চিনি দিয়ে মিশিয়ে নিন। পায়েস ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠ বাদামের কুচি ছড়িয়ে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন।

আরও পড়ুন:
ভাইরাল জাপানি চিজকেক, বাড়িতে বানান ৩ উপকরণে 
সহজে বানান কাঁচা পেঁপের সন্দেশ 

সানজানা রহমান যুথী /এসএকেওয়াই/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।