রাজবাড়ীতে মাদকসেবী-বিক্রেতাসহ গ্রেফতার ১৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ০৭ মে ২০১৮
প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৬ জন মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেফতার করেছে ফরিদপুর র‌্যাব-৮ এর সদস্যরা।

সোমবার বিকেলে ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এ সময় মাদকসেবীদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা ও ২৮ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জমাদি এবং মাদক বিক্রেতাদের থেকে ১৫৪ পুরিয়া হেরোইন ও ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অাব্দুল্লাহ অাল সাদীদের ভ্রাম্যমাণ অাদালতে হাজির করে ১৪ জন মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সেইসঙ্গে দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে মামলা করা হয়।

তারা হলেন- মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার লুৎফর মিয়া (৩৫), সদর উপজেলার রিপন (২৭), রুবেল মিয়া (২৬), রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার শাহীন মোল্লা (৩২), রাজবাড়ী সদর উপজেলার নিমতলা গ্রামের আলমগীর হোসেন (২৮), আলমগীর বিশ্বাস (২৬), নবগ্রামের শাহীন (২৫), চর লক্ষ্মীপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫০), গোয়ালন্দ উপজেলার আনছার শেখ (৩৫), লিটন (২৬), হেদায়েত কাজী (২০), বালিয়াকান্দি উপজেলার বিল্লাল খান (১৯), ফরিদপুরের খাবাসপুরের সুমন শেখ (৩৮) ও ঢাকার ধামরাই উপজেলার ইউছুফ মিয়া (৩০)।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইচ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদক দ্রব্যসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ অাদালতের মাধ্যমে ১৪ জন মাদকসেবীকে কারাদণ্ড এবং দুইজন মাদক বিক্রেতার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

রুবেলুর রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।