ভারতীয় জাহাজ ‘এমভি মহাদেব’ এখন আশুগঞ্জে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১:১০ পিএম, ০৮ মে ২০১৮

ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ১৭শ টন স্টিল পাইপ নিয়ে ভারতীয় জাহাজ ‘এমভি মহাদেব’ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এসে পৌঁছেছে। গত রোববার দিবাগত মধ্যরাতে আশুগঞ্জের মেঘনা নদীতে নোঙর করে জাহাজটি।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএ’র আশুগঞ্জ নৌ বন্দরের পরিদর্শক মো. শাহ আলম জাগো নিউজকে বলেন, নদীতে ভারতীয় জাহাজ নোঙর করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো বন্দরের ঘাটে এসে ভিড়েনি জাহাজটি। যতটুকু জানতে পেরেছি আগামী শনিবার নাগাদ জাহাজটি ঘাটে এসে ভিড়বে। এরপর কাস্টমসসহ সব আনুষ্ঠানিকতা শেষে আগামী রোববার (১৩ মে) সকাল থেকে পাইপগুলো আখাউড়া স্থলবন্দর হয়ে ত্রিপুরা যাবে।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।