ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৮ মে ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে ১১ হাজার ৬২০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে উপজেলার কড়ইকান্দি ফেরিঘাট থেকে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

আটকরা হলেন- মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত ইছহাক মিয়ার ছেলে মো. নুরুজ্জামান (২৯) ও একই গ্রামের মৃত ইউনুস ফারুকের ছেলে মো. আক্তার হোসেন (২৩)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছরামপুর উপজেলার কড়ইকান্দি ফেরিঘাট এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল। ভোররাত চারটার দিকে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। এ সময় পিকআপ ভ্যান থেকে ১১ হাজার ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।