রাজবাড়ীতে বোরো ধানের বাম্পার ফলন
আবহাওয়া ভালো থাকায় এ বছর রাজবাড়ীতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে ধান ও চালের দাম বেশি হওয়ায় দিন দিন রাজবাড়ীতে বাড়ছে বোরো ধানের আবাদ। কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে গত বছর ধানের দাম ভালো হওয়ায় চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দুই হাজার হেক্টর বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে এবং আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে। প্রতি হেক্টর জমিতে প্রায় ৫ থেকে ৬ টন ধান উৎপাদন হবে বলে আশাবাদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।
এ বছর ব্রি ধান-২৮, ব্রি -২৯,ব্রি -৫০, ব্রি -৫৮, জাতের বোরো ধানের আবাদ হয়েছে। রাজবাড়ী জেলায় বোরো ধান আবাদে প্রায় ৮০ হাজার কৃষক নিয়োজিত রয়েছেন বলেও জানা গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর রাজবাড়ীতে বোরো ধানের আবাদ হয়েছে ১৪ হাজার ৩১৭ হেক্টর জমিতে এবং গত বছর আবাদ হয়েছিল ১২ হাজার ১৮৮ হেক্টর জমিতে। প্রতি হেক্টর জমিতে প্রায় ৫ থেকে ৬ মণ ধান পাবেন কৃষকরা।

একাধিক কৃষক জানান, এ বছর বোরো ধান খুব ভালো হয়েছে এবং দামও ভালো পাবেন। গত বছর দাম ভালো পাওয়ায় অনেকে ধানের আবাদ বাড়িয়েছেন। শিলা বৃষ্টিতে ধানের কিছুটা ক্ষতি হলেও ফলনে কোনো সমস্যা হয়নি।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. ফজলুর রহমান জানান, এ বছর রাজবাড়ীতে বোরো ধানের আবাদ এবং ফলন ভালো হয়েছে। চলছে ধান কাটা। ফলন ভালো হওয়ায় হেক্টর প্রতি ৫ থেকে ৬ টন ফলন পাবেন। এর বেশিও পেতে পারেন। আবহাওয়া অনুকূলে থাকলে ফসল ভালোভাবে ঘরে তুলতে পারবেন।
রুবেলুর রহমান/এফএ/এমএস