বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ছবি-প্রতীকী
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে বজ্রপাতে লোকমান শেখ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের বনগ্রামে এ ঘটনা ঘটেছে। লোকমান শেখ নবাবপুর ইউনিয়নের বনগ্রামের জিন্দার আলী শেখ ছেলে।
নবাবপুর ইউনিয়নের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, সকালে দুই ভাই মরিচ খেতে ঘাস কাটতে যায়। ওই সময় বৃষ্টি শুরু হলে লোকমান শেখের বড় ভাই বাড়িতে চলে গেলেও তিনি ঘাস কাটতে থাকেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে লোকমান ঘটনাস্থলেই মারা যায়।
রুবেলুর রহমান/এফএ/জেআইএম