বালিয়াকান্দিতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী 
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৫ মে ২০১৮

রাজবাড়ী বালিয়াকান্দির পাইককান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে আকাশ মোল্যা (১৩) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি থানা পুলিশ গ্রেফতারদের আদালতে সোপর্দ করে।

নিহত আকাশ বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামের মসিয়াল মোল্যার ছেলে ও বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সোমবার এ হত্যার ঘটনা ঘটে। 

গ্রেফতাররা হলেন-  মামলার এজাহারভুক্ত আসামি মাসুক বিশ্বাস, আমিন বিশ্বাস, রাকিবুল হাসান পারভেজ, সামী বিশ্বাস, রানা বিশ্বাস, সোহেলী সুলতানা, নাজমুন নাহার ও পারভীন বেগম। 

পুলিশ জানায়, নিহত স্কুলছাত্র আকাশের মা মোনোয়ারা বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায় পুলিশ অভিযান সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মামলার ৮ জন আসামিকে গ্রেফতার করে।

নিহত আকাশের মা মোনোয়ারা বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি ছেলে হতার বিচার চান। 
মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার এসআই কায়সার হামিদ জানান, গ্রেফতারদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

রুবেলুর রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।